ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: মানব সেবায় নিয়জিত সংগঠন রাঙ্গার উদ্যেগে কুড়িগ্রাম জেলার বুড়িংগামারী থানায় ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
শুকবার বিকালে চড় ধাউরারকুটি গ্রামে ২০০ পরিবারকে ত্রান সামগ্রী দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্টাতা সদস্য নিরব, রাজিব, সজল, আরকান, রুবেল সহ অন্যান্য সদস্যরা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই