ডেস্ক নিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের এক সভা আজ রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের চেয়ারপার্সন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
সভায় ট্রাষ্টের বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজের পর্যালোচনা করা হয় এবং এগুলো আরো দ্রুতলয়ে সম্পাদনের তাগিদ দেয়া হয়।
জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে তাদের মেমোরি রেজিষ্টারে অন্তর্ভূক্ত করায় সভায় এ সম্পর্কিত একটি প্রস্তাব গ্রহণ করা হয়। (বাসস)