ব্যবসা ও বাণিজ্য ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মোবাইল ব্যাংকিং সেবার উন্নয়নে ফ্রিল্যান্সিং সেবাদানকারী প্রতিষ্ঠান ড্রিমপ্লয় এ্যাডভার্টাইজিং এন্ড ফ্রিল্যান্সিং (প্রা.) লিমিটেড-এর সাথে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে।
এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের এমক্যাশ একাউন্ট ব্যবহার করে ফ্রিল্যান্সাররা তাদের অর্জিত বৈদেশিক মুদ্রা দ্রুত ও সহজে গ্রহণ করতে পারবেন।
রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে চুক্তিতে স্বাক্ষর করেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মু. শামসুজ্জামান ও ড্রিমপ্লয় এ্যাডভার্টাইজিং এন্ড ফ্রিল্যান্সিং (প্রা.) লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নুর ইসলাম নুর।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমদ চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মজুমদার ও এএফএম কামাল উদ্দিন, ড্রিমপ্লয় এ্যাডভার্টাইজিং অ্যান্ড ফ্রিল্যান্সিং (প্রা.) লিমিটেড-এর উপদেষ্টা মাজেদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন