মো:আব্দুর রহমান, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্ব ৭ই মে অনুষ্টিত হতে যাচ্ছে। বিভিন্ন দিক থেকেই এই নির্বাচনকে একটি ঐতিহাসিক নির্বাচন বলা যায়। ইউরোপ ও অভিবাসীদের ভবিষ্যৎ জড়িয়ে আছে এই নির্বাচনের সাথে।
নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ৩রা মে অনুষ্টিত হলো দুই দলের প্রধানের বিতর্ক অনুষ্ঠান। গতকালের টেলিভিশন বিতর্ক গভীর আগ্রহ নিয়ে লক্ষ লক্ষ ফরাসি সহ দেখেছে সারা বিশ্ব ।
তাদের মধ্যে ৬৩ % ফরাসিকে ম্যাকরন তার বক্তব্য বা প্রস্তাবনার মাধ্যমে সন্তুষ্ট করতে পেরেছেন আর ম্যারিন ল্য পেনের বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন শতকরা ৩৪ জন ফরাসি।
এখন পর্যন্ত সবকটি জরিপই পরবর্তী প্রেসিডন্ট হিসেবে ম্যাক্রনকেই ইশারা করছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই