সৈয়দ সুমন (যুক্তরাজ্য) একটি বিষয়ে অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে,ফেইসবুকে দামী জিনিসের চাইতে সস্তা জিনিসের মূল্যটা মানুষের কাছে সবচাইতে বেশী।যেমন ধরেন অাপনি জনগুরুত্বপুর্ণ বা খুব ভালো একটি বিষয় নিয়ে অালোকপাত করেছেন বা কারো কোন একটি ভালো লেখা অাপনি শেয়ার করেছেন,দেখবেন সেই লেখাটির প্রতি মানুষের তেমন কোন অাগ্রহ নেই।অনেকেই সেটা পড়তে চাইবে না বা অনেকে দেখেও সেটাতে কোন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত না করে পাশ কেটে চলে যাবে।
ঠিক একই জায়গায় অাপনি যদি সেই লেখাটির পরিবর্তে অাপনার একটা সেলফি শেয়ার দেন,অথবা ছবিটি যদি হতে পারে অাপনার বউয়ের সাথে হাত ধরাধরি করে কোন একটা ছবি,তাহলে তো কোন কথাই নেই।দেখবেন সবাই সেখানে হুমড়ী খেয়ে পড়ে গেছে।ভাবীকে খুব কিউট লাগছে,ভাবীকে নায়িকা ঐশ্বরিয়ার মতো লাগছে,এরকম হাজারো লাইক হাজারো কমেন্টর বন্যা বয়ে যাবে অাপনার সেই ছবিতে।যারা অাপনার ফেইসবুক ফ্রেন্ড ও না,সে লাইকের লিস্টে সেরকম হয়তো অারো অাট দশজন অাপনি পাবেন।
অাবার কেউ দেখবেন স্টেটাস দিয়েছেন অন দা ওয়ে টু সিলেট অথবা অামি এখন এসি বাসে অাছি,অামি এখন পশ্চিম বাজারে বোয়াল মাছ কিনছি,অামি অামার বান্ধাবির সাথে বরই চাটনি খাচ্ছি, দেখবেন সেই অর্থহীন কথাগুলোর মধ্যে মানুষের অাগ্রহের যেন শেষ নেই।জিজ্ঞেস করবে এই সিজনে বরই কোথায় পেলে….?চাটনি কিভাবে বানালে…? চাটনিতে মরিচ কতটি দিয়েছ…?সেরকম হাজারো বাহারী প্রশ্নে চাটনী স্টেটাস হয়ে উঠবে সগরম।
অাবার অারেক দল অাছেন যারা মানুষের চেহারা দেখে তার স্টেটাসে লাইক চাপে,স্টেটাসের মেরিট দেখে নয়।যেমন ধরেন একজন ফেইসবুক বন্ধু যাকে তার পছন্দ নয়,সে খুব ভালো একটি পোস্ট দিল,অথচ দেখবেন সেই ভালো পোস্টে সেই বন্ধুটি নেই।
অথচ অারেকজন মানুষ যাকে সে পছন্দ করে,সে স্টেটাস দিয়েছে “অামি এখন টয়লেটে অাছি”… দেখবেন সেই লোকটি পছন্দ না করা সেই বন্ধুর ভালো বিষয়টিকে এড়িয়ে গিয়ে তার সেই পছন্দের মানুষটির টয়লেট স্টেটাসে লাইক মারবে।পারলে জিজ্ঞেস করবে,কি বন্ধু,পুরোটা ক্লিয়ার?
অার সেই সাথে নায়ক নায়িকার ছবি শেয়ার,না জেনে মিথ্যা ধর্মীয় ছবি পোস্ট ,রাতের বেলায় কাবা ঘরের উপর দিয়ে ঝড়ের সাথে দুল দুল ঘুড়া উড়ে যাবার কাহিনী,মাথা বড় সেলিব্রেটিদের বুলশিট পোস্ট…. সে গুলাতো অাছেই।অার সোশ্যাল মিডিয়ায় থেকেও যারা কিনা অান- সোশ্যাল,অনুভূতিহীন,ক্লিনিক্যালী ডেড,তাদের কথাতো বাদই দিলাম।
আরেকটি বিষয় খুব’ই লক্ষণীয় যে, এমন কিছুয়াংশ মানুষ আমাদের আশপাশে আছে যারা সমাজের সাধারণ মানুষের সাথে দিব্যি প্রতারণা করে বেড়াচ্ছে; অথচ সামাজিক মাধ্যম ফেসবুকে তারা নিজেদেরকে দেশ, জাতি ও সমাজের কল্যাণকামী মানুষ হিসেব জাহির করে স্ট্যাটাস করছে।
তাই বলছিলাম,ফেইসবুকে যে বা যারা মিশন নিয়ে কাজ করছেন,সমাজকে ভালো কিছু দেবার মানসিকতা নিয়ে কাজ করছেন, মানুষকে ধর্মীয়,সামাজিক,রাজনৈতিক বা বিভিন্ন সৃজনশীল বিষয়ে জাগিয়ে তুলার চেষ্টা করছেন,তাদের প্রতি অনুরোধ,দয়াকরে লাইকের হিসেব করবেন না।কে অাসলো অার কে অাসলো না,তা নিয়ে কখনো মাথা ঘামাবেন না।
কেননা অাপনার বুঝে নিতে হবে,এই বাজারটাই এরকম।
যে বাজারে খাঁটি হিরের চাইতে চকচক করা কাঁচের মূল্যটা অনেক অনেক বেশী দামী।