এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে ৯ আগষ্ট মঙ্গলবার আদিবাসী উন্নয়ন সমিতি ও ফুলবাড়ী ছাত্র ইউনিয়নের আয়োজনে এবং স্থানীয় সংস্থা বেসিক, পল্লী শ্রী, গ্রাম বিকাশ, এন ডি এফ, আলাদীপুর আদিবাসী মার্শাল ক্লাব এর সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। সকাল ১০টায় সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বনার্ঢ্য র্যালী বের হয়ে ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালী শেষে ১১টায় ৯দফা দাবি সম্মিলিত স্বারক লিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর প্রদান করেন।দুপুর ২টায় সুজাপুর মডেল স্কুল মাঠ প্রাঙ্গনে (আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি) চুন্নু টুডু এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আ লিক আদিবাসী ফেডারেশোনের সভাপতি কলম্বাস মার্ডি ,বাচ্চু মূরমূ,বাবুলাল হাসদা, আলোচনা সভায় এনজিও সংস্থার পক্ষে বক্তব্য রাখেন বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার । আলোচনা শেষে বিকেল ৩টায় আদিবাসীদের নিজস্ব সাংস্কৃতির ঐতিহ্যবাহী নাজ, গান ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।এবারে প্রতিপাদ্য বিষয় ছিল আদিবাসীদের শিক্ষা ও ভুমি জীবনের অধিকার।