বিনোদন ডেস্ক : বলিউডের ড্যাশিং অভিনেতা হৃতিক রোশন। সম্প্রতি বায়োপিক `সুপার থার্টি`র ফার্স্ট লুক ট্যুইটারে প্রকাশ করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ফিল্মস। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এই সুপারস্টার।
মঙ্গলবার এই ছবিটি পোস্ট করে এই প্রযোজনা প্রতিষ্ঠান তাদের ট্যুইটার হ্যান্ডেলে লেখে, আনন্দ কুমার চরিত্রে হৃতিক রোশন।
ছবিটিতে দেখা যাচ্ছে, হৃতিকের গায়ে একটি সাধারণ মানের শার্ট, বেশ ক`দিনের না কাটা দাড়ি-গোঁফ আর অপরিপাটি চুল। অসাধারণ এই লুক প্রকাশের পর হৃতিক ভক্তরা দারুণ চমকিত ও উত্তেজিত।
তারা বলেন, অনন্য এই লুক। এ যেন অন্য এক হৃতিক। যিনি শুধু গ্ল্যামার-স্টার নন, একজন অভিনেতাও।
উল্লেখ্য, ছবিটিতে হৃতিকের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো স্পষ্ট নয়। অনেকে বলছেন, এখানে সাইফ-কন্যা সারা আলি খানের অভিনয় করার কথা রয়েছে, তার সাথে আরো থাকবেন টেলিভিশন তারকা ম্রুনাল ঠাকুর। আবার, অন্য একটি গণমাধ্যম বলছে, ছবিটিতে হৃতিকের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে পারেন অভিনেত্রী কুমকুম ভাগ্য। সূত্র: হিন্দুস্তান টাইমস