স্পোর্টস ডেস্ক: আইপিএলের ৪০তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৫ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। আগের ম্যাচের মতো মঙ্গলবারও হাফসেঞ্চুরি করেছেন রাজস্থানের জস বাটলার, আর পাঞ্জাবের লোকেশ রাহুল। কিন্তু ফলাফল হলো ঠিক উল্টো। পাঞ্জাবকে ১৫ রানে হারিয়ে রাজস্থান প্রতিশোধ নিল। ফলে প্লে-অফ খেলার সম্ভাবনা এখনো টিকে রইল রাজস্থানের।
জয়পুরে টস জিতে ব্যাট করতে নেমে এন্ড্রু টাইয়ের তোপের মুখে পড়েছিল রাজস্থান। তবে বাটলারের ৫৮ বলে ৮২ রানের ইনিংসে ৮ উইকেটে ১৫৮ রান করে তারা। তার সঙ্গে সানজু স্যামসনের ২২ রান কিছুটা ভূমিকা রেখেছে। টাই সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে পাঞ্জাবের সবচেয়ে সফল বোলার।
লক্ষ্যে নেমে রাজস্থানের দারুণ বোলিংয়ে ৮১ রানে ৬ উইকেট হারায় পাঞ্জাব। লোকেশ একপ্রান্ত সামলে রাখলেও অন্যরা উপযুক্ত জুটি গড়তে পারেননি। ৭ উইকেটে ১৪৩ রান করে পাঞ্জাব।
ব্যাটিংয়ে মার্কাস স্টোইনিসের সঙ্গে লোকেশের ৪৬ রানের জুটি ছিল সর্বোচ্চ। শেষ ওভারের প্রথম বলে দ্বিতীয় সেরা ১১ রান করে স্টোইনিস আউট হন। লোকেশ ৭০ বলে ১১ চার ও ২ ছয়ে ৯৫ রানে অপরাজিত ছিলেন। আগের ম্যাচেও অপরাজিত ছিলেন তিনি ৮৪ রানে, কিন্তু দ্বিতীয় দেখায় তার দুর্দান্ত ইনিংস বৃথা গেল।
রাজস্থানের পক্ষে কৃষ্ণাপ্পা গৌতম সবচেয়ে বেশি ২ উইকেট নেন। একটি করে পান জোফরা আরচার, ইশ সোধি, জয়দেব উনারকাট ও বেন স্টোকস।
১০ ম্যাচে চতুর্থ জয়ে রাজস্থান ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে। সমান খেলে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই আছে পাঞ্জাব। শীর্ষ দল সানরাইজার্স হায়দরাবাদের (১৬) থেকে ৪ পয়েন্ট পেছনে তারা।