মাহবুব্ সরকার, সংযুক্ত আরব আমিরাত থেকেঃ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর অভিষেক অনুষ্ঠানে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, বাংলাদেশের বিমান বন্দরে প্রবাসীদের হয়রানি প্রসঙ্গে বলেন, দেশ দাঁড়িয়ে আছে প্রবাসীদের রেমিটেন্স ও গার্মেন্টস শ্রমিকের উপর। অথচ সেই রেমিটেন্স যোদ্ধারাই বিমান বন্দরে হয়রানির শিকার হচ্ছেন । তিনি আরো বলেন, আপনারা যারা প্রবাসে সাংবাদিকতা করছেন তারা বিশেষ করে প্রবাসীদের সুখ-দু:খ তুলে ধরার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও অপব্যবহার রোধে সচেষ্ট থেকে সাইবার ক্রাইম হতে দূরে থাকার পরামর্শ দেন এবং প্রবাসে সাংবাদিকরা দেশের সম্মান বৃদ্ধিতে কাজ করার আহব্বান জানান। তিনি বলেন, ১০ বছর মেয়াদি পাসপোর্ট সহ প্রবাসীদের অন্যান্য সমস্যাদি দ্রুত সমাধান করার জন্য সরকারের প্রতি আহব্বান জানান। গত ২৪ ফেব্রুয়ারি রোববার রাতে দুবাইস্থ রামাদা হোটেল হলরুমে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) আয়োজিত অভিষেক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রসাসের
সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা মাহাবুব হাসান হদয় ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের যৌথ সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট
সাংবাদিক দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও ঢাকা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শ্যামল দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনসাল মোজাফর হোসেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শাহাজাদা মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, শেখ ফরিদ আহমেদ সিআইপি। পবিত্র কোরান তেলাওয়াত শেষে দু’দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুুষ্ঠান সূচনা হয়। এবং ভাষা শহীদের ও পিলকানা হত্যাকান্ড ও ঢাকা চকবাজারে অগ্নিকান্ডে নিহত সকল শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ইকবাল বকুল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী আবু নাসের, অধ্যাপক আবদুস সবুর, বাংলাদেশ সমিতি সারজার সাবেক সভাপতি হাজী শরাফত আলী ,সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল আবচার তৈয়বী, কাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আলমগীর আলম, মাওলানা ফজলুল কবির চৌধুরী, প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, আবুল কাসেম, নাসিম উদ্দিন আকাশ, মোহাম্মদ নুরুল আবছার, শিমুল মোস্তাফা , কাউসার নাছ, সাঈদা দিবা, ফরিদ রেজা, মোহাম্মদ মোক্তার হোসেন, তাহের ভুইঞা, গিয়াস উদ্দিন শিকদার, জাহাঙ্গীর আলম, প্রকৌশলী মিজানুর রহমান, সালাউদ্দিন বাপ্পী, শওকত আলী মোল্লা,আনছারুল হক, মীর আহমেদ প্রমুখ। শেষে প্রধান অতিথি শ্যামল দত্ত প্রবাসী সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।