প্রবাসী বাংলাদেশিদের জন্য সঞ্চয় স্কীম চালুর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী মাসিক কিংবা ত্রৈমাসিক কিস্তি ভিত্তিক সঞ্চয় স্কিম খুলতে পারবেন প্রবাসীরা। সঞ্চয় স্কিমের মেয়াদ ১ বছর বা তার বেশী হতে পারে। এছাড়া সঞ্চয় স্কীমের স্থিতি জামানত রেখে ঋণ নেয়ারও সুযোগ পাবেন প্রবাসীরা। এর আগে প্রবাসীদের জন্য ৩ ধরণের সঞ্চয় বণ্ড চালু ছিলো।
এগুলোতে কেবল বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের সুযোগ রাখা হয়েছিলো। কিন্তু এবার স্থানীয় মুদ্রা টাকায়ও বিনিয়োগের সুযোগ দেওয়া হলো। এছাড়া বিদেশ যাওয়ার আগে কোনোরকম জমা ছাড়াই এ জাতীয় হিসাব খোলা যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে কিংবা এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে পাঠানো রেমিটেন্স নগদায়নের মাধ্যমে, বাংলাদেশে বেড়াতে আসার সময় প্রবাসীদের সাথে আনা বৈদেশিক মুদ্রা দিয়ে এবং প্রবাসীদের নামে পরিচালিত বৈদেশিক মুদ্রা হিসাবের স্থিতি নগদায়নের মাধ্যমে সঞ্চয় স্কিমে অর্থ জমা করা যাবে।
সূত্র, বাংলাটিভি