আরব আমিরাত প্রতিনিধঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর, চট্টগ্রাম জামেয়া আহমদীয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতীব আল্লামা জালাল উদ্দিন আলক্বাদেরী (রহ:) এর স্মরণে এক প্রবাসী নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে আবুধাবীর স্থানীয় একটি হোটেলে এই স্মরণ সভা অনুষ্টিত হয়। মুহাম্মদ আলী রেজার পরিচালনায় স্মরণ সভায় সভাপতিত্ব করেন, আবুধাবীস্থ ‘আল -নুর ফাউন্ডেশন ‘এর চেয়ারম্যান ন.আ.ম. বদরুদ্দিন।
স্মরণ সভায় আল্লামা জালাল উদ্দিন আল কাদেরীর জীবন ও অবদানের উপর আলোচনা করেন, এ.কে.এম. মুনির চৌধুরী, মা্ওলানা নুরুল আবছার তৈয়বী, কামাল উদ্দিন চৌধুরী, মাওলানা নুরুল হক কাদেরী, মুহাম্মদ আলী, মাওলানা আব্দুল মালেক আল ফারুক, ইঞ্জিয়ার মুহাম্মদ ফরিদ, মুহাম্মদ তৈয়ব খান, শাহীনুর শাহীন, প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ ওসমান, মাওলানা মমতাজ, হাফেজ বদিউল আলম, সাংবাদিক জাহাঙ্গীর কবীর বাপপিসহ অনেকে।
বক্তারা বলেন, আল্লাম জালাল উদ্দিন আল কাদেরী(রহ:) ছিলেন, সুন্নীয়ত তথা ইসলামের বাতিঘর। তিনি ছিলেন আদর্শ মানুষ গড়ার কারিগর। তার জীবণাদর্শ অনুসরনে সুন্নীয়তের অগ্রগতি ও প্রসার সম্ভব।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই