প্রবাসী ও প্রবাসীদের পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) মৌলভীবাজার সদরের এক রেস্তোরাঁয় দেশি ও প্রবাসী গণমাধ্যমকর্মীদের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, মৌলভীবাজার প্রেসক্লাব এর সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল।
মৌলভীবাজার প্রেসক্লাব’র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সাধারণ সম্পাদক আ হ জুবেদ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর প্রচার সম্পাদক আলাল আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা মারুফ আহমদ। প্রবাসী কমিউনিটি নেতা আবুল হোসেন তাজ সহ অনেকে।
আলোচকরা শিগগিরি প্রবাসী ও প্রবাসীদের পরিবারের কল্যানার্থে একটি সংগঠন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছেন বলে মতপ্রকাশ করেন।
তারা বলেন, ওই সংগঠনের ব্যানারে দশ বিষয়ে কাজ করবেন। যথাক্রমে, ১. স্বজন হিসেবে প্রবাসীদের খোঁজখবর সার্বক্ষণিক রাখতে হবে।
২. প্রবাসী পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে কাজ করতে হবে।
৩. প্রবাসীদের ভিটেমাটি, জায়গাজমি অন্যরা যাতে অবৈধভাবে দখল করতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে।
৪. সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা প্রবাসীদের পরিবারকে পাইয়ে দিতে সহযোগিতা করতে হবে।
৫. প্রবাসীরা স্বল্পকালীন ছুটিতে বাংলাদেশে আসলে, তাদের প্রয়োজনীয় সকল কাজ সহজ প্রক্রিয়া ও দ্রুততম সময়ের মধ্যে সম্পন্নে সহযোগিতা করতে হবে।
৬. প্রবাসীরা বিদেশ ছেড়ে নিজ মাতৃভূমিতে চলে আসলে, তাদের কর্মসংস্থান কিংবা পেনশন ব্যবস্থা চালু করার জন্য প্রবাসীবান্ধব সরকারের কাছে আবেদন জানাতে হবে।
৭. বাংলাদেশিরা যাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অভিবাসন প্রক্রিয়া মেনে বিদেশে যান, সেটি নিশ্চিত করতে হবে।
৮. প্রবাসীরা যাতে দেশে বিনিয়োগ করতে পারেন, এজন্য অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে।
৯. প্রবাসীরা যাতে দালাল চক্রের মাধ্যমে প্রতারিত না হন, এজন্য সচেতনতা মূলক সেমিনার করতে হবে।
১০. বিদেশে প্রবাসীরা মারা গেলে দ্রুততম সময়ের মধ্যে মারা যাওয়া প্রবাসীদের লাশ সরকারি খরচে নিয়ে আসতে হবে।