আ,হ,জুবেদঃ পালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ২০১৭ এর বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দেয়ার সৌভাগ্য হয়েছিল আমার।
সেসময় স্কুলটিকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদনও করেছিলাম।
খুব সংক্ষেপে যদি সেই স্কুল ও স্কুলের শিক্ষক -শিক্ষিকা সম্পর্কে কিছু বলি; তাহলে বলতে হয় যে, পালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিশ্চয় মৌলভীবাজার জেলার অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের মতো’ই একটি স্কুল, তবে সেই স্কুলের মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, স্কুলের পাঠ্যপুস্তকের বাহিরেও ছাত্র-ছাত্রীদের একটি সুন্দর ভবিষ্যৎ এর লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রদান সহ
স্কুলের আশপাশের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ইত্যাদি আমাকে মহা মোহিত করেছিল।
সেদিন বিজয় দিবসের নানা কর্মসূচীর মধ্যে আমাদের অগ্রদৃষ্টি পরিবারের উদ্যোগে ধারাবাহিক বৃক্ষরোপণের একটি কর্মসূচী ছিল পালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
তখনকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব এবাদুল হক ও তাঁর সহকর্মী অন্যান্য শিক্ষকদের চমৎকার গোছানো এক একটি কর্মসূচী ছিল অবর্ণনীয় প্রশংসনীয়।
শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যতীত কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। বিশ্বের যে দেশ শিক্ষার ওপর যত বেশি গুরুত্ব আরোপ করেছে, সে দেশ তত উন্নতি লাভ করেছে।
দেশ,জাতি তথা সমাজের কাছে এখনকার তরুণ শিক্ষক-শিক্ষিকাদের অনেক দায়বদ্ধতা আছে, কাজেই সমাজ তথা জাতি আশা করে বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশীদের মেরুদণ্ড মজবুত করতে জনাব এবাদুল হক স্যার’রা এক অনবদ্য ভূমিকা রাখবেন।
স্মৃতির কোলাজে পালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু জাগরুক হয়ে থাকবে অনন্তকাল!