দিনাজপুরে পার্বতীপুরে প্রায় প্রতি রাতেই গরু চুরির ঘটনা ঘটছে। আবারও চোরেরা এক গৃহস্থের ৩টি গরু চুরি করে নিয়ে গেছে।
জানা যায়, গত রোববার রাতে উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের ব্রক্ষ্মোত্তর ডাঙ্গাপাড়া গ্রামের মরহুম আলহাজ্ব নজির উদ্দিনের পুত্র সাদেকুল ইসলামের গোয়াল ঘরের জানালা খুলে পাকা দেয়ালের ইট খুলে সেখান দিয়ে ৩টি গাই গরু চুরি করে নিয়ে যায়। যার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
ক্ষতিগ্রস্থ কৃষকরা জানায়, এলাকায় ডিসেম্বর মাসব্যাপী ইসলামী জলসা, তফসিরুল কোরান মাহফিল ও বিজয় দিবসের অনুষ্ঠান চলছে। এসব অনুষ্ঠান রাত ১২টা থেকে ১টার মধ্যে শেষ হয়ে লোকজন ঘুমিয়ে পড়ে। আর এ সুযোগে চোরেরা গরু চুরি করছে। এখন প্রায় এলাকায় রাস্তাগুলো পাঁকা হওয়ায় চোরেরা গরুগুলো বাড়ী থেকে বাইরে বের করেই সেখানে অপেক্ষমান পিকআপে করে নিয়ে দ্রুত চলে যাচ্ছে। যার ফলে ধরা যাচ্ছে না। এ অবস্থায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। গরু চুরি হলেও তারা থানায় কোন মামলা করছে না। কারন হিসেবে জানায়, মামলা করে তো গরু পাওয়া যাবে না, তাই বাড়তি ঝামেলা করে লাভ কি?
উল্লেখ্য, এর আগে একই রাতে ৫টিসহ মোট ১৩টি গরু চুরির ঘটনায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।