কী অদ্ভুত মানুষদের দেশের নাগরিক আমরা। পদে পদে সরকারের নানান দোষের কথা বলে বেড়াই। অথচ কখনো নিজেরা সচেতন নাগরিক হওয়ার কিঞ্চিৎ চেষ্টাটুকুও করিনা আমরা।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।সাধারণ নাগরিকদের জন্য সেবামূলক প্রতিষ্ঠান এটি। সেবা কীভাবে দেয়া হচ্ছে, কারা দিচ্ছেন, কারা সেবা গ্রহণ করছেন-পাচ্ছেন কিংবা সেবার মান কতটুকু, এসব বিষয় নিয়ে আলোকপাত করতে চাইনা।
পান খাওয়া মানুষদের দ্বারা পরিবেশ নষ্টের চিহ্ন দেখানোর চেষ্টা করছি।
গতকাল মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়েছিলাম,অবশ্য সেবা নেওয়ার উদ্দেশ্য ছিলনা।
একজন (FHO) হিসেবে আমার কাছে মনে হয়েছে যে, পর্যবেক্ষকহীন একটি প্রতিষ্ঠানের বেহাল দশা।
চতুর্দিকে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ, ময়লা-আবর্জনায় ভরা ছোট ছোট বিন এর সাথে যুক্ত হয় চরম দুর্গন্ধ।
ত…..বে ওই হাসপাতালে চোখে পড়ার মতো ছিল পানের পিক দিয়ে স্বয়ংক্রিয়ভাবে রঙ করা একটি দেয়াল।
ভাবলাম, এ দেশের মানুষ গুলো খুবই সৌভাগ্যবান, কারণ পান খাওয়া মানুষদের দেশে দেয়ালের রঙ লাগেনা।
আ হ জুবেদ
সাংবাদিক ও উপস্থাপক