জাকির সিকদার(ঢাকা)আশুলিয়া : সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য লেহাজ উদ্দিনকে একটি নাশকতার মামলায় গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। নব নির্বাচিত এই ইউপি সদস্য সম্প্রতি বিএনপি’র সাথে নিজের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে ক্ষমতাসীন
আওয়ামী লীগে যোগদান করেছিলেন বলে জানা গেছে। তবে তার অতীত ও বর্তমান দলীয় পদ-পদবী জানা যায়নি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশের একটি দল।
আশুলিয়া থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) মাসুদ রানা জানান, ২০১৪ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে সাভার ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আবদুর রউফ গেইটেরে সামনে চলন্ত সিএনজিতে ককটেল নিক্ষেপে দুই যাত্রীকে হত্যা, পুলিশেরে কাজে বাধা এবং নাশকতা চালানো অভিযোগের মামলায় (নং-৩২) ইউপি সদস্য লেহাজ উদ্দিনের নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশ তাকে দীর্ঘদিন থেকে খুঁজছিল। এএসআই মাসুদ রানা আরও জানান, আদালত থেেক লেহাজ উদ্দিনের বিরুদ্ধে গ্রেফেতারি পরোয়ানা জারি হলে তিনি পালিয়ে থাকেন এবং ক্ষমতাসীন দলে যোগদান করে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে অংশ নিয়ে সদস্য নির্বাচিত হন। গোপন সংবাদরে ভত্তিেিত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।