আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া প্রতিবেশী দেশগুলো উদ্দেশ্য বলেছেন, পাকিস্তানকে দায়ী না করে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা নিরসনের দিকে নজর দিন। কোনো দেশের নাম উল্লেখ না করে এ বক্তব্য দেন তিনি।
রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। জাতীয় নিরাপত্তা এবং যুদ্ধ পাঠ্যধারায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্য এ ভাষণ দেন তিনি।
তিনি বলেন, নিজ দায়িত্বের প্রতি চোখ বন্ধ রেখে এবং বাইরের দেশকে দায়ী করে সন্ত্রাসবাদকে পরাস্ত করা যায় না। এ অঞ্চলের কোনো কোনো দেশ এ রকম করে বলেও এর আগে উল্লেখ করেন তিনি। অবশ্য কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি।
আফগানিস্তান এবং ভারত প্রায় নিয়মিতই তাদের ভূমিতে সন্ত্রাসবাদ উসকে দেয়ার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে। নিজ দেশের বেশির ভাগ সন্ত্রাসী তৎপরতার জন্য ইসলামাবাদকে দায়ী করে কাবুল। অন্যদিকে কাশ্মিরে গণআন্দোলনকে খাটো করে দেখানোর জন্যও পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ করছে ভারত। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে সংলাপ চালাতেও অস্বীকার করছে ভারত।
অবশ্য পাকিস্তান বরাবর এ ধরণের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই