মিলান থেকে তুহিন মাহমুদ: মিলান কেন্দ্রীয় জামে মসজিদে ২৩ এপ্রিল রবিবার বাদ আসর অনুষ্ঠিত হলো ওয়াজ মাহফিল ও ইসলামিক আলোচনা।
ইউরোপের এই বৈরী পরিবেশে ইসলামের এই আলোচনা সভা খুবই দূরুহ ও কাঠিন। তবুও শত কর্ম ব্যস্ততার মাঝে অনেক মুসলমান ভাইয়েরা ইসলামিক সভায় শরীক হন।
ইসলামের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোনায় অংশ গ্রহন করেন ইসলামিক ফোরাম মিলান এর সভাপতি মাওলানা জিয়াউল করিম ভূঁইয়া তিনি অত্যান্ত চমৎকার ও সাবলীল ভাষায় ইসলামী জীবন ব্যবস্হার বয়ান পেশ করেন। এর পর আলোচনায় অংশ নেন ইসলামিক ফোরাম মিলান এর সাবেক সভাপতি জনাব আবু নাসের বাহার। তিনি পবিত্র কোরআন মজিদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তিনি পিতা, মাতার প্রতি সন্তানদের দ্বায়িত্বও কর্তব্য বিশদ ভাবে আলোচনা করেন। পিতা মাতার সাথে সদ্বআচরন করা, যাতে পিতা মাতা কোন ভাবে কস্ট না পায় সেদিক লক্ষ রাখতে হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা হাফেজ মাওলানা মহিউদ্দিন মাসুম (প্রধান খতিব-ভিয়েনা কেন্দ্রীয় জামে মসজিদ, অস্ট্রিয়া) তিনি অত্যান্ত সহজ ও সাবলীল ভাষায় ইসলামের কথা তুলে ধরেছেন মুসল্লিদের সম্মুখে। মে’রাজের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে অত্যান্ত গুরুত্ত্বপূর্ণ আলোচনা করেন।
সবশেষ আলোচনায় অংশ গ্রহন করেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব, হাফেজ মাওলানা জোনাইদ সোবহান তার বক্তব্যে বলেন, ইউরোপের প্রতিকুল পরিবেশে আমাদের সবার ইসলামের প্রতি আগ্রহী হওয়ার গুরুত্ব পেশ করেন এবং সকলের প্রতি উদাত্ত আহবান জানান, ইসলামের পথে জীবন যাপন করার প্রতি মহান পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন।
এশার নামাজ বাদ রাতের খাবার শেষে মজলিসের সমাপ্তি ঘটে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই