জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : সরকারের সাবেক সিনিয়র সচিব ও নন্দিত ক্রীড়া-রম্যলেখক, কথা সাহিত্যিক ড. রণজিৎ কুমার বিশ্বাসকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নিজ জন্মভূমিতে দাহ করা হয়েছে। রোববার (২৬ জুন) বিকাল সোয়া ৫ টায় নিজ গ্রামের বাড়ির পাশে পৈত্রিক ভিটার নতুন শশ্মানে শেষ কৃত্যানুষ্ঠান শেষে তাঁর দাহ সম্পন্ন করে। এর আগে ৩ টা ১৫ মিনিটে তাঁর মরদেহ নিজ বাড়ি রাঙ্গুনিয়ার দক্ষিন পোমরা হিন্দু পাড়ায় এসে পৌঁছলে তাঁর পরিবারের লোকজন, আত্বীয় স্বজন ও শুভাকাঙ্খীরা কান্নায় ভেঙ্গে পড়েন। সাড়ে ৩ টায় পারিবারিক শোক সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ফয়েজুর রহমান ফারুকী, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, সরকারের সাবেক সচিব প্রশান্ত ভূষন বড়–য়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ উদ্দিন, উপজেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ আল্ মামুন, সহকারি শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য্য, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ বাপ্পী কুমার সূত্রধর, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। শেষ কৃত্যানুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়, ড. হাছান মাহমুদ এমপি, উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অফিসহ ক্ষিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
উল্লেখ্য ড. রণজিৎ কুমার বিশ্বাস চট্টগ্রাম সার্কিট হাউসে বৃহষ্পতিবার (২৩ জুন) বিকাল ৩ টায় মৃত্যুবরন করেন । তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।