যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত বিএনপির সাবেক নেতা-কর্মীরা ‘ইন্টার-স্টেট বিএনপি’ নামে নতুন একটি সংগঠন করেছেন।
সোমবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন তারা।
তারা জানান, ৮ বছর আগে লন্ডনে তলব করে তারেক রহমান যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়ার পর নতুন কমিটির অনুমোদন আজ পর্যন্ত না আসায় নানা ভাগে বিভক্ত বিএনপির নেতা-কর্মীরা এ মোর্চায় ঐক্যবদ্ধ হবেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট ১০১ সদস্যের কমিটির মধ্যে আংশিক ৯ সদস্যের কমিটি ঘোষণা করেন।
এতে সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, সিনিয়র সহ সভাপতি সালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম. এ খালেক আখন্দ, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক নূরে আলম, প্রচার সম্পাদক খলকুর রহমান ও মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা বেগম।
সংবাদ সম্মেলনে ‘ইন্টার-স্টেট বিএনপি’র সভাপতি কাজী আজম ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ছাড়াও বক্তব্য দেন বিএনপি বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, জ্যেষ্ঠ সহ সভাপতি দেলোয়ার হোসেন, অন্যতম সহ সভাপতি ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, পারভেজ সাজ্জাদ ও মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান।
নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ‘জাতীয়বাদী ফোরাম’র সভাপতি রফিক, এবাদ চৌধুরী, রাফেল তালুকদার, ‘নর্থ বেঙ্গল ফাউন্ডেশন’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহীন খান, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী, ‘সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম’র সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস, জাফর তালুকদার, ‘জাতীয়তাবাদী ফোরাম’র সাবেক সভাপতি শেখ হায়দার আলী, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিঊল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূইয়া, জামালুর রহমান চৌধুরী, সাইফুল খান হারুন, আহসান উল্লাহ্ বাচ্চু, আবুল কালাম, বিএম বাদশা, উত্তর বণিক, মশিউর রহমান, শাওন বাবলা ও ‘কোকো স্মৃতি পরিষদ’ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক শাহাদৎ হোসেন রাজু।
নবগঠিত কমিটির পক্ষ থেকে ২ মার্চ জাতিসংঘ সদর দপ্তরের সামনে খালেদা জিয়ার মুক্তি দাবিতে র্যালির ঘোষণা দেওয়া হয়।
সূত্র, বিডিনিউজ২৪.কম