নাশকতার মামলায় বিএনপি ক্যাডার ডাকাত হারুনকে আটক করেছেন রাঙ্গুনিয়া থানার পুলিশ। সে উপজেলার পোমরা ইউনিয়নের রোসাইপাড়া গ্রামের মনু মিয়ার পুত্র। শুক্রবার সন্ধ্যায় পোমরা ইউনিয়নের শান্তিরহাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানার এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করেন। তার বিরুদ্ধে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় ব্যাপক নাশকতা ও ভাংচুর চালানোসহ পুলিশের উপর হামলার অভিযোগে চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। বিএনপি সমর্থক ডাকাত হারুনকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, পুলিশের খাতায় ডাকাত হারুন হিসেবে পরিচিত এই সন্ত্রাসীর বিরুদ্ধে ভাংচুর ও নাশকতার চারটি মামলা রয়েছে। এসব মামলায় সে চার্জশীটভুক্ত আসামী। ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে কাপ্তাই সড়কের শান্তিরহাট এলাকায় তার নেতৃত্বে নাশকতা চালানোসহ পুলিশের উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। নাশকতার সাথে জড়িত তার সহযোগীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।