বিনোদন ডেস্ক : পাত্রের নাম অপু। পাত্রীর নামও একই। নাম এক হলেও দুজনের আচরণে আকাশ-পাতাল পার্থক্য আছে। পাত্র সাদাসিধে গোছের, আর পাত্রী মারকুটে। পারিবারিকভাবেই দুজনের বিয়ে ঠিক হয়। বিয়ের আগে তাদের নামকে ঘিরে শুরু হয় বিড়ম্বনা। পরিবারের লোকজনের ভাষ্য, দুজনের নাম একই হলে কাকে ডাকতে কে আসবে! সেকারণেই পাত্রীর পরিবার থেকে শর্ত জুড়ে দেয়া হয়, পাত্রের নাম পাল্টাতে হবে।
এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক,‘অপু ওয়েডস অপু’। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও স্পর্শিয়া। রুম্মান রশিদ খানে চিত্রনাট্যে নাটকটি যৌথভাবে পরিচালনা করছেন মইনুল ওয়াজেদ রাজীব ও শাওন চৌধুরী।
ইমন বলেন, নায়িকার সঙ্গে প্রেমের দৃশ্যে তো কতই অভিনয় করেছি। তবে এবারই প্রথম পুরো নাটক জুড়ে নায়িকার হাতে মার খেতে হয়েছে। অভিজ্ঞতা ভয়াবহ। তবে নাটকটি ভালো হয়েছে। আশা করছি দর্শকরা এই রোমান্টিক-কমেডি নাটকটি পছন্দ করবে।
নির্মাতা সূত্রে জানা যায়, আসছে ঈদে একটি বেসরকারী চ্যনেলে নাটকটি প্রচারিত হবে। আর মিডিয়া প্রযোজিত এ নাটকে আরো অভিনয় করেছেন কাজী উজ্জল, শিরিন আক্তার, আরিফুল হক তারেকসহ আরা অনেকে।