এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে দি পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের শুভ উদ্বোধন এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৫ সেপ্টেম্বর ২০১৫ ইং শনিবার সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানের অানুষ্টানিকতা শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দি পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের র্বোড অফ ট্রাস্টিজের মাননীয় সভাপতি জনার মোঃ সিরাজু্ল ইসলাম মোল্লা, এমপি।
এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন, দি পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল মান্নান চৌধূরী। সদস্য সচিব বিওটি’র অধ্যাপক ড. শামীমা নিসরিন শাহেদ। বিওটি’র সহসভাপতি ড. মিনহাজ উদ্দীন আহমাদ। মোহাম্মদ মোফাক্কের, রেজিস্ট্রার, দি পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, কলাকৌশলী, গুণীজন, শুভাকাঙ্খীসহ সকলকে উপস্থিত থাকার আমন্ত্রন জানানো হয়েছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই