এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদী পৌরসভা নির্বাচন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রর্থী এসএম কাইয়ুম সরে দাঁড়িয়েছেন। বুধবার দুপুরে তিনি নির্বাচন বয়কটের ঘোষনা দেন।
তিনি অভিযোগ করেন, এ নির্বাচনে ভোট কারচুপি, দখল, হামলা, ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ব্যাপকভাবে নৌকা প্রতীকের সমর্থকরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরেছে। এ কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র কামরুজ্জামান কামরুল। আর এসএম কাইয়ুম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
মেয়র পদে কামরুল ও কাইয়ুম ছাড়াও প্রতিদ্বন্দ্বীতা করছেন সোহেল, জাতীয় পার্টির (জেপি) সাদেকুর রহমান ও ন্যাশনাল পিপলস পার্টির ফারজানা আক্তার। কাউন্সিলর প্রার্থী ৪৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১৪ জন। ভোট কেন্দ্র ৩৪টি।
তিন পৌরসভার মধ্যে নরসিংদী পৌরসভায় নয়টি সাধারণ ওয়ার্ডে ৮৭ হাজার ২৩ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৪৩ হাজার ৩৭৮ ও মহিলা ভোটার রয়েছে ৪৩ হাজার ৬৪৫ জন। ভোট কেন্দ্র রয়েছে ৩৪টি।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই