নবীগঞ্জ প্রতিনিধি ।। নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও, উমরপুর ও শিবগঞ্জ বাজারের যৌথ উদ্দ্যেগে আয়োজিত সোনার নৌকা-সোনার বৈঠা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে শিবগঞ্জ বাজার সংলগ্ন মাঠে ফাইনাল খেলায় নোয়াপাড়া সততা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাজিরগাঁও মুহিবুর রহমান ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ১ম পুরস্কার সোনার নৌকা-সোনার বৈঠা তুলে দেন প্রধান অতিথি হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, এরশাদুল হক চৌধুরী, নাসির উদ্দিন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব চৌধুরী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাক্কু চৌধুরী, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু, প্রবাসী বেলায়েত হোসেন, সাংবাদিক মতিউর রহমান মুন্না, আহছানুজ্জামান মান্না প্রমুখ।
খেলায় ধারাভাষ্যকার ছিলেন আলী হোসেন রানা। পরাজিত টিম নোয়াপাড় সততা ফুটবল একাদশকে ২য় পুরস্কার রোপর নৌকা-রোপার বৈঠা দেয়া হয়।
গ্রামবাংলার জনপ্রিয় খেলা ফুটবল উম্মাদনায় গতকাল মেতে উঠেছিল ওই এলাকা। নির্ধারিত সময়ের পূর্বেই লোকেরাণ্য হয়ে কানায় কানায় ভরপুর হয় উক্ত ফুটবল মাঠ। খেলায় অংশ নেয় সিলেট বিভাগের বিভিন্ন এলাকার খেলোয়াড়গন।