প্রেস বিজ্ঞপ্তিঃ শেভরন শিক্ষা কর্মসূচীর অবহিতকরণ কর্মশালায় বিশিষ্ঠ সমাজসেবক ও স্কুল কমিটির সভাপতি জি, এম, জে সাদেক (কয়েস গাজী) বলেন, যে কোন লক্ষ্য অর্জনে সঠিক পরিকল্পনা করে বাস্তবায়নের বিকল্প নেই। ব্যক্তি বিশেষে, পারিবারিক, প্রাতিষ্ঠানিক কিংবা সমাজে সমস্যার শেষ নেই। সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে সুদক্ষ নেতৃত্ব, সম্পদের সদ্ব্যবহার করে কাজ করতে হবে।
আজ ১০ আগস্ট, ২০১৫ খ্রিঃ সোমবার সকালে নবীগঞ্জে গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে শেভরন শিক্ষা কর্মসূচীর প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে শেভরন বাংলাদেশ-এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক তফাজ্জল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য কাজ্বী আব্দুর রকিব, দেবপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাই, হারুন মিয়া। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিএসসি‘র এসএমএ হাসনাত। আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল আহমদ সাজ্জাদ, মুহিব খান, ফাতেমা বেগম, বিডিএসসি‘র প্রজেক্ট অফিসার সাবিনা ইয়াসমিন।
কর্মশালায় শেভরন শিক্ষা কর্মসূচীর শিক্ষা প্রকল্প অবহিতকরণ, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে পঞ্চবার্ষিক স্থায়ীত্বশীল পরিকল্পনা উপস্থাপন এবং উন্নয়নের খাত চিহ্নিতকরণ ও দায়িত্ব অর্পণ করা হয়।