নবী মহম্মদের জীবনী-ধর্মী একটি চলচ্চিত্রে সুর দিয়ে কট্টর ইসলামপন্থীদের রোষানলে পড়া অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান মুখ খুলেছেন।
তার ফেসবুক পাতায় এক বিবৃতিতে মি রহমান বলেন, সরল বিশ্বাসে তিনি এই ছবির সুর দিয়েছেন।
“শেষ বিচারের দিনে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন আমি তোমাকে প্রতিভা, টাকা-পয়সা, খ্যাতি সব দিয়েছিলেম, তুমি কেন আমার প্রিয় নবীর ওপর চলচ্চিত্রের জন্য সুর করোনি? … যে ছবির উদ্দেশ্য মানুষকে ঐক্যবদ্ধ করা এবং নির্বিচারে হত্যা নয় বরঞ্চ মানবতা এবং দয়ার জন্য আমার বাণীকে ছড়িয়ে দেওয়া …”
ইরানী চলচ্চিত্রকার মাজিদ মাজিদির ‘মহম্মদ-মেসেঞ্জার অব গড’ ছবিটিতে সুর দেওয়ার জন্য সুন্নি একটি মুসলিম গোষ্ঠী রহমানের বিরুদ্ধে সম্প্রতি ফতোয়া জারী করে।
মুম্বাই-ভিত্তিক রাজা একাডেমী গত সপ্তাহে তাদের জারী করা ফতোয়ায় দাবী করে, নবী মহম্মদের ওপর চলচ্চিত্র করার জন্য মাজিদ মাজিদি এবং তাতে সুর দেওয়ার জন্য এ আর রহমানকে ক্ষমা চাইতে হবে।
ঐ গোষ্ঠী চলচ্চিত্রটি ভারতে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে।
ফতোয়া জারীর পর দুদিন আগে দিল্লীতে পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠান বাতিল করে এ আর রহমান।
তারপর আজ তার ফেসবুক পাতায় বিবৃতিতে ঐ ছবিতে সুর দেওয়ার ব্যাপারে তার ব্ক্তব্য তুলে ধরলেন। তবে ফতোয়ার দবিমত ক্ষমা চাননি তিনি।
চেন্নাই-ভিত্তিক এ আর রহমান জন্মগতভাবে হিন্দু হলেও পরে তার পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে।