অগ্রদৃষ্টি ডেস্ক: রাজশাহী নগরীতে বেসরকারী উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা কেন্দ এর যৌথ উদ্যোগে দিনব্যাপী বৈচিত্র্য ও তরুণ নেতৃত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) দিনব্যাপী নগরীর মিয়াপড়াস্থ রাজশাহী সাধারণ গণগ্রন্থাগারের গিরিশ চন্দ্র সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দাতা সংস্থা ডিয়াকোনিয়া এবং স্টুডেন্ট ইউনিয়ন অব দ্যা ইউনিভারসিটি অব হেলসিংকি আর্থিক সহযোগীতা করে।
এতে রাজশাহীর গোদাগাড়ী ,পবা এবং সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা পেশাজীবীর মোট ৫০জন তরুণ অংশগ্রহণ করেন। দিনব্যাপী চলমান কর্মশালায় সহায়ক হিসেবে ভুমিকা পালন করেন বারসিক বরেন্দ্র অঞ্চলের সমন্বয়ক শহিদুল ইসলাম, কর্মসূচী কর্মকর্তা জাহিদ আলী, সহযোগী গবেষক ইসমত জেরিন, বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা কেন্দ্রের (বিইসিডিপিসি) সভাপতি জাওয়াদ আহমেদ রাফি, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন ।
সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন, বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা কেন্দ্রের (বিইসিডিপিসি) প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীউল আলীম শাওন, যুগ্ম তথ্য ও গবেষণা সম্পাদক শাহরুখ আহমেদ শুভ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিইসিডিপিসি’র সহসভাপতি মারজান খোন্দকার, তথ্য ও গবেষণা সম্পাদক জরিনা খাতুন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জিনাত-উন-নেছা, শিক্ষা সম্পাদক আফিফা তাজরিন, সমাজকর্ম সম্পাদক জামিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আলতাব রাতুল, নির্বাহী সদস্য যথাক্রমে তুহিন ইসলাম, নাউমুর নাহার প্রমুখ।
কর্মশালায় তরুণরা নেতৃত্ব, নেতৃত্বের গুণাগুণ, বৈশিষ্ঠ্য এবং বৈচিত্র্য ও তা রক্ষায় তরুণদের করণীয় দিকগুলো তুলে ধরা হয়। একই সাথে বৈচিত্র্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের দিকগুলো সহভাগিতা করেন। কর্মশালার শেষ পর্বে বৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সমন্বিত কর্মপরিকল্পনা করা হয়। কর্মপরিকল্পনায় বরেন্দ্র অঞ্চলের দেশীয় প্রজাতির বৃক্ষ এবং পানি সুরক্ষায় কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই