নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের কালুপাড়া সীমান্ত এলাকা থেকে আবার একটি নীলগাই উদ্ধার করেছে এলাকাবাসী।আজ সকালে নীলগাইটি উদ্ধার করেন তারা।
নির্মইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সকালে গ্রামের সীমান্ত এলাকায় নীলগাইটি ঘুরতে দেখে সেটিকে আটক করে এলাকাবাসী।নীলগাইটি আমার ইউনিয়ন পরিষদে রেখে বন কর্মকর্তাকে খবর দেয়া হয়েছে।
১৪ বিজিবির সিও লে. কর্নেল জাহিদ হাসান জানান, নীলগাইটি স্থানীয় চেয়ারম্যানের হেফাজতে রাখতে বলা হয়েছে। এটি বিজিবি হেফাজতে নেওয়ার পরে কাস্টমস অথবা বন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এর আগে গত ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করে এলাকাবাসী। পরে বন বিভাগের মাধ্যমে নীলগাইটি রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়।
সূত্র, বাংলাটিভি