এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ “মানব সেবাই আমাদের মূল ধর্ম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকার ধানমণ্ডিতে অনুষ্ঠিত হয়ে গেল মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি চিকিৎসা সেবা ও সমাজের অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি ঔষধ বিতরণ ক্যাম্প।
গত ২১/০৫/২০১৬ তারিখ, শনিবার ধানমণ্ডি শংকরে অবস্থিত ধানমণ্ডি কচিকণ্ঠ হাই স্কুলে সারাদিন ব্যাপী সমাজের অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও মেডিকেল ক্যাম্প চলে সকাল ৯ টা থেকে বিকাল ৫:৩০ মিনিট পর্যন্ত।
ক্যাম্পে অতিথি হিসাবে ছিলেন, ধানমণ্ডি কচিকণ্ঠ হাই স্কুলের প্রধান শিক্ষক এইচ. এম. নূরুর ইসলাম। ইউল্যাব ইউনির্ভাসিটির শিক্ষক ডঃ ইফতেকার মোবিন ও তার সহধর্মিণী আফিফা মোহসিনা অর্নি। স্থানীয় বাসিন্দা লিটু আন্টি।
ক্যাম্প কো-অর্ডিনেটর হিসাবে ছিলেন, অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপের অন্যতম সদস্য, বাংলাদেশের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম। ক্যাম্প চেয়ারম্যান হিসাবে ছিলেন, অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপের পরিচালক আহ জুবেদ। ক্যাম্প বাস্তবায়নে অর্থ সহায়তা দিয়ে সাহায্য করেন, সিলেটের মৗেলভীবাজার জেলার কৃতিসন্তান, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, কুয়েত প্রবাসী জনাব মুরাদ চৗেধুরী।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার হিসাবে ছিলেন, অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপ ও অগ্রদৃষ্টি অনলাইন পত্রিকা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক লেখক ও কবি, ঢাকা স্কয়ার হাসপাতালের গাইনী এ্যান্ড অবস্, রেসিডেন্ট মেডিকেল অফিসার, এম.বি.বি.এস (ডি.ইউ) ঢাকা বোর্ড, এম.পি.এইচ.এপিডেমিওলজি-থিসিস বিষয়ের অভিজ্ঞতাসম্পন্ন সুনামধন্য চিকিৎসক ডাঃ ফারহানা মোবিন এবং এম.বি.বি.এস (চট্রগ্রাম মেডিকেল), পি.জি.টি (সার্জারী), সি.সি.ডি. (বারডেম), জেনারেল ফিজিশিয়ান, এক্স সহকারি রেজিস্ট্রার ইন্টারন্যাশনাল ইসলামি মেডিকেল কলেজ (চট্রগ্রাম), মেডিসিন সার্জারী ও শিশু রোগের অভিজ্ঞ ডাঃ এ. কে. এম জলিল আহমেদ জনি।
ডাঃ ফারহানা মোবিন বলেন, আমি চিকিৎসক ও লেখক ফারহানা মোবিন বলছি। আমি, আমার চাকরী, লেখাপড়া আর পারিবারিক কাজের ফাঁক ফোকর দিয়ে সমাজের অসহায় মানুষ গুলোর জন্য কাজ করতে চাই। আমি আমার সকল চিকিৎসক বন্ধু ও সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি চাই দেশের প্রতিটি জায়গায় নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন হোক। এতে উপকৃত হবে অনেক গুলো অভাবী মানুষ। যারা আমাদের সমাজেরই অংশ।
ক্যাম্প বাস্তবায়নে সহয়তা করে, অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপ, রোটারেক্ট ক্লাব অফ ঢাকা প্যারাগন, দূর্জয় ফাউন্ডেশন, একটিভ সিটিজেনস্ ডেমক্রেসিওয়াচ।
ডাঃ এ. কে. এম জলিল আহমেদ জনি বলেন, গ্রামে কমিউনিটি ক্লিনিক এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সাহায্যে প্রান্তিক পর্যায়ে মোটামুটি ভাবে স্বাস্থ্যসবা পৌছাঁলেও শহরের নিম্ন আয়ের মানুষের আধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। শহরতলির এই মানুষগুলোর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে পারলে শতকরা ৫০ ভাগেরও বেশি রোগ প্রতিরোধ করা সম্ভব। এই লক্ষে দুর্জয় স্বাস্থ্যসবা ও স্বাস্থ্য সচেতনতা মূলক কাজ করে যাচ্ছে। গত ২১/০৫/২০১৬ তারিখে অনুষ্ঠিত সফল ফ্রি মেডিকেল ক্যাম্পেইন থাকতে পেরে আমরা আনন্দিত।
মোবাইল যোগে কুয়েত প্রবাসী মুরাদ চৌধুরী বলেন, সমাজের অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পেরে নিজে ধন্য মনে করছি। আমার সাহায্য সহযোগিতা সমাজের অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের জন্য সবসময় থাকবে। ডাঃ ফারহানা মোবিন, ডাঃ এ. কে. এম জলিল আহমেদ জনি, অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপ সহ সকল সেচ্ছাসেবকে ধন্যবাদ জানাচ্ছি যাদের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পটি সফল হয়েছে।
এদিকে কুয়েতে বসবাসরত অগ্রদৃষ্টির পরিচালক আ.হ জুবেদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ হতদরিদ্র মানুষের জন্য হয়তো আমাদের এই ক্ষুদ্র পরিসরে সেবামূলক কার্যক্রম দ্বারা বিশাল কিছু করা অসম্ভব; তবুও এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে যদি অন্তত কিছু সংখ্যক দরিদ্রগ্রস্থ মানুষ উপকৃত হয়; তবে সেখানেই এই ক্যাম্পেইন আয়োজকদের সার্থকতা এবং সফলতা।
ধানমন্ডির উক্ত ক্যাম্পেইনে সমাজের হতদরিদ্র অসহায় সুবিধাবঞ্চিত প্রায় দুই শতাধিক রোগীদেরকে চিকিৎসা বিষয়ে পরামর্শ ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
উল্লেখ্য যে, প্রায় তিন মাস আগে সিলেট বিভাগের মৌলভীবাজার সদরে আরো দুটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছিল।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, চিকিৎসা বিষয়ে পরামর্শ ও বিনামূল্যে ঔষধ বিতরণ (ফটো গ্যালারী)
অগ্রদৃষ্টি.কম // এমএসআই