ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে বিষ খাইয়ে হত্যা করেছে দুই লম্পট। রোববার রাতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল বোর্ডপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে নিহতের স্বামী ইউনুস আলী সোমবার চিরিরবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনই নিহত গৃহবধূ শরিফা বেগমের (২৩) স্বামী ইউনুস আলী পার্শ্ববর্তী দুর্গাডাঙ্গা বাজারে নিজস্ব খাবারের হোটেল বন্ধ করে গভীর রাতে বাড়ি ফিরতেন।
এ সুযোগ রোববার রাত সাড়ে ৮টার দিকে একই পাড়ার সেতাবউদ্দীনের ছেলে আনিছুর রহমান (২৭) ও আবদুল জব্বারের ঘরজামাই খবিরউদ্দীন (৫০) ইউনুসের বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়।
ধর্ষণে ব্যর্থ হয়ে লম্পটরা গৃহবধূকে বাড়ির আঙ্গিনায় ফেলে বিষ খাইয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় শরিফার চিৎকারে প্রতিবেশীরা টের পেয়ে দৌড়ে এলে লম্পটরা পালিয়ে যায়।
পরে শরিফাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় শরীফার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হলে সোমবার সকালে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই ইফতেখারুল জানান, লাশের ফরেনসিক রিপোর্ট ছাড়া আপাতত কিছু বলা যাচ্ছে না। অভিযুক্ত আনিছুর ও খবির পলাতক রয়েছে।