টাঙ্গাইলে ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী-পুলিশ সংঘর্ষে চারজন ‘গুলিবিদ্ধ’ হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
শুক্রবার(১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ধর্ষকের বিচার চেয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বিক্ষোভ বের করে ঘাটাইল ও কালিহাতী উপজেলার বিক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশ তাতে বাধা দেয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি ছুড়লে চারজন গুলিবিদ্ধ হন। তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত(সন্ধ্যা পৌনে ৬টা) এলাকাবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিল। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে। সংঘর্ষের বিষয় জানতে কালিহাতী থানার ওসিকে বারবার ফোন দিলেও তিনি ধরেননি।