ডেক্স রিপোর্টঃ- ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই’ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি দিবস-২০১৫।
চাঁদপুর: আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে চাঁদপুরে দুর্নীতি বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পদযাত্রাটি চাঁদপুরের অঙ্গীকার পাদদেশে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাণ বাজার গিয়ে শেষ হয়। সচেতন নাগরিক কমিটি ও টিআইবি বাংলাদেশ এ পদযাত্রার আয়োজন করে।
গোপালগঞ্জ: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশ প্রেমের শপথ নিন ‘দুর্নীতিকে বিদায় দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচকরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।
লক্ষ্মীপুর : মানববন্ধন ও র্যালির মধ্য দিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাদাত হোসেন, সিনিয়র সদস্য সুলতান আহমেদ। মানববন্ধন শেষে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মৌলভীবাজার : ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার রোডের সচেতন নাগরিক কমিটির কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুদকের হবিগঞ্জ-মৌলভীবাজার অঞ্চলের উপ পরিচালক মো. আবুল হোসেন, সিলেট বিভাগের সাবেক উপ-পরিচালক ডা. হরিপদ রায়, সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি দিদার শাহীন আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ নেসার আহমেদসহ আরো অনেকে।
এছাড়া দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, সাতক্ষীরা, কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে র্যালি, আলোচনা সভা ও নাটকসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।