দুর্নীতি প্রতিরোধে গোটা দেশ চষে বেড়িয়েছেন। ভূমিকা রেখেছেন ইতিবাচক। সরকারি দফতরগুলোতে জনসেবার হাতকে প্রসারিত করতে দুর্নীতির উর্ধ্বে থেকে কাজ করার মানসিকতা সৃষ্টিতে প্রভাবকের ভূমিকা পালন করেছেন।
এবার তিনি দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব হিসেবে। তিনি মো. মোস্তাফিজুর রহমান। ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)।
এ যেন নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ। দেশকে উন্নয়নের মহীসোপানে এগিয়ে নিতে গুরুদায়িত্ব তাঁর কাঁধে।
মঙ্গলবার(২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে অতিরিক্ত সচিব পদ থেকে পিএসসির সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি পিএসসির বিদায়ী সচিব ওএন সিদ্দীকা খানমের স্থলাভিষিক্ত হয়েছেন।
দুর্নীতি দমনে একাগ্রচিত্তে কাজ করা মোস্তাফিজুর রহমান প্রজাতন্ত্রের জন্য একটি দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী বাছাইয়ে সাংবিধানিক দায়িত্ব পালনকারী এ প্রতিষ্ঠানের সচিব হিসেবেও দায়িত্ব পালনে চমক তৈরি করতে পারবেন বলে মনে করছেন অনেকেই।
তাঁরা বলছেন, প্রশাসনে মেধাবী ও দক্ষ এই কর্মকর্তা নিজের দীর্ঘ এ চাকরি জীবনে কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়েছেন। নতুন এ দায়িত্ব তার জন্য নতুন চ্যালেঞ্জ হলেও নিজের অভিজ্ঞতা ও কর্মদক্ষতায় এখানেও সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হবেন।
এদিকে, একই দিনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে সেতু বিভাগের সচিব করা হয়েছে। সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ইতিমধ্যে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) লোকমান হোসেন মিয়া।
সূত্র, কালের আলো