তুহিন মাহমুদ, ইতালি থেকেঃ ২জুলাই রবিবার ইতালির মিলান কেন্দ্রীয় জামে মসজিদের সার্বিক তত্ত্বাবধানে “দারুল হিকমাহ্ একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হলো অর্ধ বার্ষিক পরীক্ষা। প্রায় একশত তেইশ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে। সকাল ১০:০০ টায় শুরু হয় এবং দুপুর ১:০০টায় শেষ হয় পরীক্ষা। স্বত:স্ফুর্ত ভাবে অভিভাবকগণ তাদের ছেলে-মেয়েদের নিয়ে একাডেমীতে হাজির হন। এবং পরীক্ষায় অংশ গ্রহন করে। সুন্দর এবং মনোরম
পরিবেশে প্রায় চৌদ্দ বছর যাবত ইসলামিক পরিবেশ গঠনে প্রতিষ্ঠানটটি কাজ করে আসছে।শিক্ষিত,দক্ষ,সৎ ও মেধাবী শিক্ষক মন্ডলী দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। দারুল হিকমাহ্ একাডেমীর পরিচালক অধ্যক্ষ মাওলানা জোনায়েদ সোবহানের সুদক্ষ নেতৃত্বে রয়েছেন সহযোগী প্রধাণ শিক্ষক প্রাফেসর জিয়াউল করীম,সহযোগী শিক্ষক প্রফেসর আবু নাসের বাহার,হিসাব রক্ষক মাওলানা আব্দুল মারুফ,সহযোগী শিক্ষক হাফেজ মাওলানা আনিসুর
রহমান,সহযোগী শিক্ষক মাওলানা আবু রাশেদ শাহীন,সহযোগী শিক্ষক শাহাদাত হোসাইন,মাওলানা আবু সুফিয়ান মাসুদ,ইব্রাহীম বাবর,মাওলানা রেজাউল করিম আসগর,ইমরান হোসাইন,ইঞ্জিনিয়ার রিদওয়ান,গিয়াস উদ্দিন ইমরান,সহযোগী শিক্ষিকা শাহানা আলী,তাজরিয়ান আবেদিন, সঞ্চিতা,মায়মুনা ইসলাম প্রমূখ।এছাড়া কর্তৃপক্ষ জানান যে আগামী রবিবার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।