অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :মহাসড়কে মাহিন্দ্রা, ব্যাটারি চালিত যানবাহনসহ থ্রী হুইলার বন্ধের প্রতিবাদে রবিবার সকালে থ্রী হুইলার মালিক-শ্রমিকরা ঢাকা-বরিশাল ও গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় কাফনের কাপড় মাথায় বেঁধে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তারা গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়।
সরেজমিনে দেখা গেছে, মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল ৯টা থেকে তিনঘন্টা ব্যাপী মহাসড়কে বেরিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। এসময় মহাসড়কের দু’পাশে বহু যানবাহন আটকা পরে। অবরোধ চলাকালে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সাত্তার হাওলাদার, কাজী আল-আমিন, রাজ্জাক তালুকদার, শাহ মো. কালাম, আলী হোসেন প্রমুখ। পরবর্তীতে পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলামের আশ্বাসে ঢাকা-বরিশাল মহাসড়কের অবরোধ প্রত্যাহার করলেও গৌরনদী- আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়।