আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্ক তেল-গ্যাস খাতে যৌথ বিনিয়োগের জন্য একটি চুক্তিতে সই করেছে। গতকাল (মঙ্গলবার) মস্কোয় এ চুক্তি সই হয়েছে। এতে সই করেছে ইরানের গাদির ইনভেস্টমেন্ট কোম্পানি, রাশিয়ার জারুবেঝনেফত অয়েল অ্যান্ড গ্যাস এবং তুরস্কের ইউনিট ইন্টারন্যাশনাল।
এই প্রথম ইরান, তুরস্ক ও রাশিয়ার মধ্যে এ ধরনের ত্রিপক্ষীয় চুক্তি হলো। এ চুক্তির আওতায় তিন দেশ ইরানে ও তার বাইরে যৌথ উদ্যোগে অর্থ বিনিয়োগ করবে। এসব উদ্যোগ ও প্রকল্পে ইরানের গাদির কোম্পানি নেতৃত্ব দেবে এবং প্রতিটি কোম্পানি সমান অর্থ বিনিয়োগ করবে। এসব কাজে নিজেকে সম্পৃক্ত করার জন্য গাদির কোম্পানি এরইমধ্যে ইরানের জাতীয় তেল কোম্পানির সঙ্গে একটি চুক্তি করেছে।
এছাড়া, রাশিয়ার জারুবেঝনেফত সম্প্রতি বিশ্বের অন্যতম নেতৃস্থানীয় আন্তর্জাতিক কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং ইরানের তেল-গ্যাস খাতের উন্নয়নের জন্য কোম্পানিটি ইরানের জাতীয় তেল কোম্পানির কাছ থেকে অনুমোদন নিয়েছে। আর ইউনিট ইন্টারন্যাশনাল হচ্ছে তুরস্কের একটি বেসরকারি কোম্পানি যারা ইরান, তুরস্ক ও ইউরোপের দেশগুলোতে কাজ করে।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই