রাঙ্গুনিয়া সংবাদদাতা : রাজনীতি যখন ড্রয়িং রুমে আবদ্ধ ছিল সেখান থেকে সাধারণ মানুষের মাঝে রাজনীতি বের করে এনেছিল আওয়ামীলীগ। আওয়ামীলীগের প্রাণ শক্তি হচ্ছে মেহনতি মানুষ, দিনমজুর। আওয়ামীলীগ খেটে খাওয়া মানুষের সংগঠন। তৃণমূলের নেতা কর্মীরাই আওয়ামীলীগকে বাঁচিয়ে রেখেছে। বিগত দিনে বিএনপি জামায়াতের নৈরাজ্যের রাজনীতিতে কারা আগে এগিয়ে এসে আওয়ামীলীগকে রক্ষা করেছে, দু:সময়ে নানা প্রতিকূলতার মাঝে কারা দলকে এগিয়ে নিয়ে গেছে দলে তাদের আগে মূল্যায়ন করা হবে। দল ক্ষমতায় আসার পর সুযোগ সন্ধানীরা দলে ঢুকে পড়েছে। তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২২ জুলাই) উপজেলার হোছনাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে হোছনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি একথা বলেন। হোছনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক মো. আলমগীরের স ালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও পৌর মেয়র শাহজাহান সিকদার, কৃষিবিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, পরিবেশবিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, মানবসম্পদবিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আবুল কাশেম চিশ্তি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন , সদস্য তড়িৎ কান্তি দে, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, মির্জা সেকান্দর হোসেন ,উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, হোছনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অসীম বরণ সুশীল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত প্রমুখ।