বদরুল আলম চৌধুরী।। ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন। আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ রাখে ক্ষুব্ধ জনতা। এতে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে , রোববার সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিল হাইওয়ে পুলিশ। বেলা ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি পাথরভর্তি ট্রাককে হাইওয়ে পুলিশ ধাওয়া দেয়। ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় মডেল বাজার এলাকায় সিলেটগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে পাশের একটি জমিতে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন মহাসড়কের যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন ও হাইওয়ে পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। প্রায় এক ঘন্টা পর খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও নবনির্বাচিত স্থানীয় চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। যান চলাচল শুরু হয়। মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান অগ্রদৃষ্টিকে দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।