মিখাইল স্টেলমাখের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এদিকে একই বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী রাশিয়ার নাগরিক ব্লাগো রোদভ (৫৬) গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান।
গুলশান থানার এসআই মো. আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর সংবাদ দেওয়ার পর মৃতদেহ গ্রহণ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
“হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বলেছে, ওই রুশ নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।”
সোমবার ময়নাতদন্ত শেষে স্থানীয় দূতাবাস প্রতিনিধি রোদভের মৃতদেহ গ্রহণ করে বলে এসআই আনোয়ারুল জানান।
সূত্র, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম