রাজধানী ঢাকার হোসনী দালানের সামনে শুক্রবার মধ্যরাতে তিনটি বোমা বিস্ফোরণে শিয়া মুসলিম সম্প্রদায়ের তাজিয়া মিছিলের জন্য সমবেত হওয়া এক যুবক নিহত ও শতাধিক লোক আহত হওয়ার নৃশংস ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ শনিবার সকালে এক বিবৃতি বলেন, হোসনী দালানের সামনে তিনটি বোমা বিস্ফোরণে এক যুবক নিহত ও শতাধিক লোক আহত হওয়ার ঘটনার নিন্দা জানানোর কোন ভাষা নেই।
তিনি বিবৃতিতে বলেন, বাংলাদেশে শিয়া মুসলমান সম্প্রদায় আবহমানকাল থেকেই পুরান ঢাকার হোসনী দালান থেকে ১০ মহররম তাজিয়া মিছিল বের করে থাকে। কিন্তু আজ পর্যন্ত এ ধরনের কোন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে দেখা যায়নি। এ ধরনের হামলার ঘটনা এক নজিরবিহীন ঘটনা। এ সরকারের আমলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি ঘটেছে হোসনী দালানের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা তারই বাস্তব প্রমাণ।
সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কারণেই দুর্বৃত্তরা এ ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটানোর সাহস পেয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতি আরো বলা হয়, সরকারের দুর্বলতার কারণেই দেশে বিভিন্ন ধরনের অঘটনা ঘটছে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাই বারবার প্রমাণিত হচ্ছে।
হোসনী দালানের সামনে বোমা বিস্ফোরণে এক যুবক নিহত ও শতাধিক লোক আহত হওয়ার নির্মম ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে দলটি। একই সঙ্গে বোমা বিস্ফোরণে নিহত যুবকের রূহের মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দলটির আমির মকবুল আহমেদ।