ডেস্ক নিউজ : শিল্পনগরী টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে।
শুক্রবার ৫ দিনব্যাপী জোড় ইজতেমার প্রথম দিনে আজ বাদ ফজর মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে এই জোড় ইজতেমা শুরু হয়।
আজ জুম্মার নামাজে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পবিত্র জুম্মার নামাজে ঈমামতি করেন ঢাকার কাকরাইল জামে মসজিদের সূরা সদস্য মাওলানা মো. ওমর ফারুক।
টঙ্গীতে অনুষ্ঠিতব্য ৫ দিনের এই জোড় ইজতেমায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করে থাকে। আগামী মঙ্গলবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই জোড় ইজতেমা।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, ৫ দিনব্যাপী জোড় ইজতেমা ভাল ভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৫শতাধিক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বিশ্ব তাবলিগ জামাত বিশ্ব ইজতেমার মুরুব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন আজ বাসসকে জানান, টঙ্গীর মূল বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে প্রস্তুতিমূলক এই জোড় ইজতেমার আয়োজন করা হয়।
বিশ্ব ইজতেমার মুরুব্বি মাওলানা মো. মামুন বাসসকে জানান, ইজতেমায় বুজুর্গ মুরুব্বীরা কালেমা, নামাজ, ঈমান, আমল, জান্নাত, জাহান্নাম ও তাবলীগ জামাতের মেহনত-উদ্দেশ্য সম্পর্কে ধারাবাহিকভাবে বয়ান করবেন। জোড় ইজতেমা শেষে এতে অংশ গ্রহণকারীরা দেশের বিভিন্ন অঞ্চলে দাওয়াত ও তাবলীগের কাজে বের হবেন।
গাজীপুরের অতিরিক্তি পুলশি সুপার (সদর ও টঙ্গী র্সাকলে) সাখাওয়াত হোসনে বাসসকে জানান, জোড় ইজতেমা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। (বাসস)