ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর মন্দিরে শারদীয়া দূর্গোৎসব উদ্বোধন ,সকল ধর্মের দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রাক্তন সদর উপজেলা চেয়ারম্যান কনক কান্দি দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমূখ।
শনিবার সন্ধায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার শারদীয়া শুভেচ্ছা জানান ও পূজা পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার সহ অতিথিবৃন্দ সকল ধর্মের দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরন করেন।সার্বিক ভাবে সহযোগিতা করেন মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ জুয়েল।
এছাড়াও অতিথিবৃন্দ রাতেই মহারাজপুর ইউনিয়নের পরমান্দপুর রামখালী সার্বজনীন দূর্গাপূজা মন্দির, পরমান্দপুর উত্তরপাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্দির,বিষয়খালী দাসপাড়া দূর্গাপূজা মন্দির ও বিষয়খালী বাজার কেন্দ্রীয় দূর্গাপূজা মন্দিরে শারদীয়া দূর্গোৎসব উদ্বোধন ,সকল ধর্মের দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।