খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: টানা বৃষ্টিতে দুদিন ধরে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্না ল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলা শহরের ঝালকাঠি, নলছিটিসহ চার উপজেলার ২০ গ্রামের বাসিন্দারা।
সোমবার দুপুরে জোয়ারের প্রভাবে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পাওয়ায় জেলার চারটি উপজেলার ২০ গ্রাম তলিয়ে গেছে। পানি বৃদ্ধিতে নদী তীরবর্তী ফসলের ক্ষেত তলিয়ে গেছে। দুদিন ধরে জমিতে পানি জমে যাওয়ায় ক্ষতির আশংকা করছেন কৃষকরা।
ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী ও জাংঙ্গালীয়া নদীর তীরবর্তী পালট, বড়ইয়া, নিজামিয়া ও নলছিটি উপজেলার নাচনমহল, ভবানিপুর, তেতুলবাড়িয়া গ্রাম তলিয়ে গেছে। এছাড়াও পানিতে তলিয়ে গেছে নলছিটি ও আমুয়া নদীর ফেরিঘাটের গ্যাংওয়ে। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। দিনমজুররা দুদিন ধরে কোনো কাজ করতে পারছেন না।