এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ জয়পুরহাটের পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ৩ পৌরসভায় মোট ১৯৬ জনকে প্রতীক বরাদ্দ হয়।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে প্রার্থীদের চাহিদা ও লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ কার্যক্রম সমন্বয় করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তোফাজ্জল হোসেন।
জেলা রিটার্নিং অফিসার তোফাজ্জল হোসেন জানান, জয়পুরহাটের ৩টি পৌরসভায় মোট ১৭ জন মেয়র, ১৩১ জন সাধারণ ও ৪৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা রিটার্নিং অফিসারকে সহযোগিতা করেন জয়পুরহাট, আক্কেলপুর ও কালাই উপজেলা রিটার্নিং অফিসাররা। এ সময় সব মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা ছাড়াও তাদের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই