আন্তর্জাতিক ডেস্কপ্রিন্ট : পবিত্র নগরী জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। আর এ অবস্থানে খুব হতাশ হয়েছেন ভারত সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গত ৬ ডিসেম্বর জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বিশ্বজুড়ে তুমুল বিক্ষোভ ও সমালোচনার প্রেক্ষিতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ ইস্যুতে ভোটাভুটি হয়। এতে ওই সময়ই এই অপসিদ্ধান্তের বিপক্ষে ভোট দেয় পরমাণু শক্তিধর ভারত।
এরপর গত ১৪ জানুয়ারি বেশ কিছু চুক্তিসহ এ স্বীকৃতির আশায় ৬ দিনের সফরে ভারত আসেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু সোমবার ভারতের অপপরিবর্তিত অবস্থানের প্রতিক্রিয়ায় তিনি বলেন, স্বাভাবিকভাবেই আমি হতাশ।
এছাড়াও তেল আবিবের ৫০০ মিলিয়ন ডলারের এন্টি-ট্যাঙ্ক মিসাইল চুক্তিতে সাড়া দেয়নি ভারত।
প্রতি বছর ভারতকে ১ বিলিয়ন ডলারের অস্ত্র দেয় ইসরায়েলের সেনাবাহিনী। কিন্তু দেখা যাচ্ছে, যুদ্ধবাজ ভাবমূর্তি থেকে ক্রমেই বেরিয়ে আসতে চাচ্ছে মোদি সরকার। তবে বরাবরের মতো ইহুদিবাদী ইসরায়েল এবং বিজেপি’র হিন্দুত্ববাদী ভারতের ঐক্য এখনো বেশ অটুট। সূত্র: এএফপি, প্রেস টিভি