আন্তর্জাতিক ডেস্ক : নিজের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ বিতর্কিত ঘোষণার পর বিশ্বব্যাপী তীব্র সমালোচনা শুরু হয়। ট্রাম্পের এ সিদ্ধান্তে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা ভেস্তে যাবার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ, যুক্তরাজ্য, ফ্রান্স। তুরস্ক, জর্ডান, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতারা ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন।
এবার এ বিষয়ে কথা বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ট্রাম্পের এই ঘোষণার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বিশ্বের কেউ মেনে নেবে বলে আমার মনে হয় না।’
ফিলিস্তিনিদেরও একটি রাষ্ট্র হতে হবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রথম সেখানে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলো এবং সেজন্য নোবেলও দেয়া হয়েছিলো। আর এখন তারই অশান্তির পথে হাঁটলো।’
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
১৯৪৮ সালে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইল প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রই প্রথম জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির পর তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার কাজ শুরুর কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
ইসরাইলের সঙ্গে বাংলাদেশের কোন কূটনৈতিক সম্পর্ক নেই।