একমাত্র আদরের কন্যার অস্বাভাবিক মৃত্যু এখনো মেনে নিতে পারেননি বলিউড অভিনেত্রী জিয়া খানের মা রাবিয়া খান। তিনি শুরু থেকেই দাবি করে আসছেন জিয়ার মৃত্যু আত্মহত্যা নয়, হত্যা। তাঁর লাগাতার চেষ্টায় জিয়া খান হত্যা মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে।
রাবিয়া খান যখন ব্রিটেনে ছিলেন তখন অজানা এক ব্যক্তি তাঁকে ফোন করে নিজেকে জিয়ার শুভাকাঙ্খী বলে দাবি করে। লোকটি রাবেয়া খানকে জানায় তার কাছে জিয়ার মৃত্যুর দিনের কিছু ভিডিও ফুটেজ আছে। ওই ব্যক্তির ফোন নম্বর তিনি ইতিমধ্যেই সিবিআইকে জানিয়েছেন।রাবিয়া খান বলেছেন, ‘‘এখানেই শেষ নয়, এখনও আরও তথ্য জানতে বাকি আছে।’’ অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা মামলায় বুধবারই আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। সুরজ পাঞ্চোলিকে উদ্দেশ্য করে রাবিয়া খান বললেন, ‘‘ঠিক কতটা নিষ্ঠুর হলে কেউ এই ধরণের ঘৃণ্য কাজ করতে পারে! যে এ ধরণের কাজ করে তার পক্ষে আমার মেয়েকে খুন করা কোনও ব্যাপার নয়।’’
একই সঙ্গে মুম্বাই পুলিশের বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি। ক্ষুব্ধ রাবিয়া খানের কথায় ‘‘মুম্বাই পুলিশ পুরো বিষয়টিই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সিবিআই তদন্তে স্পষ্ট আমার মেয়েকে ঠিক কতটা নৃশংসতার মধ্যে যেতে হয়েছিল।’’