ডেস্ক রিপোর্টঃ ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত সুপরিচিত মুখ, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, কমিউনিটি লিডার, শিক্ষানুরাগী এবং যুক্তরাজ্যের বাংঙ্গালী কমিউনিটির পরিচিত মুখ এনামুল হক চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
করোনায় আক্রান্ত হয়ে তিনি দীর্ঘ দেড় মাস লন্ডনের একটি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ারে থাকার পর শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকাল ৫টায় ইন্তেকাল করেন। এনামুল হক চৌধুরীর গ্রামের বাড়ি জকিগঞ্জ উপজেলার শাহবাগে।
এনামুল হক চৌধুরীর খুবই হাসি-খুশী ও দিলখোলা স্বভাবের একজন অমায়িক ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে লন্ডনের বাংঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এনামুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন।
তিনি বলেন, নিঃসন্দেহে জালালাবাদ এসোসিয়েশন হারিয়েছে একজন সমাজসেবক ও যুক্তরাজ্য কমিউনিটি নেতাকে।
মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান আব্দুল হাই মামুন।
জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের প্রধান উপদেষ্টা ও কুয়েতে বাংলাদেশ কমিউনিটি নেতা আকবর হুসেন বলেন, এনামুল হক চৌধুরীর মৃত্যুতে আমি গভীর শোকাহত।
তিনি বলেন, দেশ হারিয়েছে একজন প্রকৃত সমাজসেবক ও উপমহাদেশের অন্যতম সমাজকল্যাণ সংগঠনের নেতারা হারিয়েছেন অত্যন্ত ভালো একজন সহকর্মীকে।
সদ্য প্রয়াত এ নেতার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এর পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান আকবর হুসেন।