খেলাধুলা ডেস্ক: ইনজুরির কারণে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে শনিবার অঁজির বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি নেইমার। ফিটনেস সমস্যায় সম্ভবত ব্রাজিল জাতীয় দলের হয়েও একটি ম্যাচ মিস করবেন এ ফরোয়ার্ড। আগামী ১০ নভেম্বর জাপানের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচটি না খেলার সম্ভাবনা রয়েছে তার।
নেইমার চোটে পড়েছেন গত মঙ্গলবার আন্ডারলেখটের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে। ওই ম্যাচটি তার দল ৫-০ ব্যবধানে জিতলেও মাঠে পুরোটা সময় থাকতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার।
এরপর বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষা করানো হয় নেইমারকে। ইনজুরি কতটা গুরুতর সেটা এখনও জানা যায়নি। ব্রাজিল জাতীয় দল এবং পিএসজির বিশেষজ্ঞ ডাক্তাররা আরও একটু পর্যবেক্ষণের পর একটি সিদ্ধান্তে পৌঁছবেন।
জাপানের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির অংশ। আগামী সপ্তাহে প্যারিসের পার্ক ডেস প্রিন্সেসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।